Monday, December 23, 2024
Homeঅপরাধযশোরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা!

যশোরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা!

অভয়নগরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা
মোঃ এনামুল হক( অভয়নগর উপজেলা প্রতিনিধি) :
যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন নামের এক যুবক গতকাল অভাবের তারনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পেশায় একজন বাস চালক তিনি খুলনা-কালনা রোডের কালনা এক্সপ্রেসের ড্রাইভার ছিলেন।নিহত ইসলাম উদ্দিন ছিলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ঈশানগাতি গ্রামের ঈদ্রীস মোল্লার ছেলে।তার দুই বছরের একটা পুত্র সন্তান আছে।প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় স্ত্রী জেবা বেগম দুপুরে রন্না করার সময় হঠাৎ করে বাবার বাড়ি চলে যায় তখন ও নিহত ইসলাম উদ্দিন ঘরেই ছিলেন। স্ত্রী বাবার বাড়ি থেকে বাসায় এসে কিছু সময় পরে আবার বাবার বাড়ি চলে যায় এবং তার মাকে সাথে নিয়ে বাসায় এসে কান্নাকাটি করতে থাকলে এলাকাবাসী জর হয়। স্ত্রী জেবা বেগম ও তার মা নিহত ইসলাম উদ্দিনকে গ্রাম্য ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ ঘটলা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা করে। নিহত ইসলাম উদ্দিনের মা ঘটনা স্থলে এসে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন এবং ঘটনার সুস্থ তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করেন।

নবদূত,/ ১৩/৬/২৩

RELATED ARTICLES

Most Popular