চারণ কবি সাইফুল ইসলাম সাবু স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
সব্যসাচী বিশ্বাস, স্টাফ রিপোর্টার :
প্রখ্যাত জারী ও বাউল শিল্পী চারণ কবি সাইফুল ইসলাম সাবুর জন্ম বার্ষিকী উপলক্ষে কবির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই গ্রামের কৃতি সন্তান দুই বাংলা, টিভি- রেডিও ও গণমানুষের জনপ্রিয় জারী শিল্পী চারণ কবি সাইফুল ইসলাম সাবু স্মরণে দোয়া, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৬ জুন শুক্রবার চাকই মোল্যারহাটস্থ বীর মুক্তিযোদ্ধা এম এম নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগারে সাইফুল ইসলাম সাবু স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সাইফুল স্মৃতি সংসদের সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম হাসানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাগণ সাইফুল ইসলাম সাবু’র সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সাংস্কৃতিক অফিসার হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি নাঈম ইসলাম, কবি হাসমত আলী।
আরো বক্তব্য রাখেন নড়াইলের দুর্গাপুরের জারি পরিষদের সাধারণ সম্পাদক হাসান আলী, সাইফুল স্মৃতি সংসদের সহ সম্পাদক মাস্টার আমিনুর রহমান, সব্যসাচী বিশ্বাস, প্রভাষক প্রভাষ কুমার শিকদার, শ ম আল ফয়সাল, সাইফুল আলম সুফিয়ান, শেখ মুন্তাজ আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংসদের প্রকাশনা সম্পাদক কবি বিলাল মাহিনী, অর্থ সম্পাদক শিল্পী হাফিজুর রহমান ও সংগঠনের এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে সন্ধ্যায় সাবু স্মরণে বেশ কিছু গান স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন। তার আগে জুম্মাবাদ তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সব্যসাচী বিশ্বাস
১৬-৬-২৩