Monday, December 23, 2024
Homeরাজনীতিছাত্র অধিকার পরিষদের ঢাবির দুই হলের কমিটি ঘোষণা

ছাত্র অধিকার পরিষদের ঢাবির দুই হলের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও স্যার এ এফ রহমান হলে কমিটি ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি হয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব আল ইসলাম। 

এছাড়া স্যার এফ রহমান হলের সভাপতি হয়েছেন আব্দুল হান্নান মাসউদ, সাধারণ সম্পাদক হয়েছেন মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিরুল ইসলাম মাহদী।

আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং সংগঠনকে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলগুলোতেও কমিটি ঘোষণা করা হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন আসিফ মাহমুদ ও আহনাফ সাঈদ খান।

RELATED ARTICLES

Most Popular