Monday, January 27, 2025
Homeসারাদেশযশোরের অভয়নগরে দুই দিনের উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে দুই দিনের উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, অভয়নগর (যশোর) উপজেলা প্রতিনিধি :
অনলাইনে পণ্যে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস বাড়াতে যশোরের অভয়নগরে দুই দিনের উদ্যোক্তা মেলার আয়োজন করেছে ‘অনলাইন বাজার নওয়াপাড়া’। ক্ষুদ্র থেকে মাঝারি সকল উদ্যোক্তাদের অংশগ্রহণে শুক্রবার (১৬ জুন) সকালে কম্পিউটার লিটল্ জুয়েলস্ স্কুল মাঠে এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।
নারী উদ্যোক্তা ও উপজেলার যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক ও অনলাইন নিউজ পোটাল দি রিপোর্টের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, কম্পিউটার লিটল্ জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, অধ্যক্ষ মাহফুজা বেগম। আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, আফরিনা পারভীন এশ, নারগীস পারভীন ও মোহাহিমিনুল হোসেন মান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ।
উদ্যোক্তারা জানান, মেলার মাঠে পরিপাটি সাজানো ২১টি স্টল রয়েছে। সুলভ মূল্যে এসব স্টল থেকে মিলবে হোমমেড বাহারি খাবারসহ হাতে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী। ফেসবুক পেইজে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির উৎসাহ ও ক্রেতাদের আস্থা এবং বিশ্বাস বাড়াতে এমন আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণের ম্যধদিয়ে অভয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি
মোঃ এনামুল হক , অভয়নগর (যশোর) উপজেলা প্রতিনিধি
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষকপ্রতিনিধি এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, সাংবাদিক প্রতিনিধি এস জেড মাসুদ তাজ প্রমুখ। সভার শুরুতে পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিব ও মেডিক্যাল অফিসার ডা. খন্দকার মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে কুইজ, বিষয় ভিত্তিক বক্তব্য, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি ঘটে।

নবদূত/ ১৮-৬-২৩

 

RELATED ARTICLES

Most Popular