Sunday, February 23, 2025
Homeঅপরাধরামপালের পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির মালিকের উপর হামলা

রামপালের পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির মালিকের উপর হামলা

মোঃআবুহাসান
বাগেরহাট জেলা প্রতিনিধি।

রামপালের পেড়িখালী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও ভাই ভাই বেকারির মালিক বিধান সাহা (৬৫)কে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে

শুক্রবার (২৩ জুন) রাত অনুমান সোয়া ১০ টার তিনি নিজ কারখানার দরজা বন্ধের সময় দূর্বৃত্তের হামলার শিকার হন। ওই সময় ক্যাশ বাক্স ও পকেটে থাকা নগদ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালায়ন করে। গুরুতর আহত বিধান সাহাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অস্থিতিশীল বলে জানা গেছে। রামপাল থানা পু্লিশ দ্রুত ঘটনাস্থলর ছুটে আশে তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারি নাই।

RELATED ARTICLES

Most Popular