Monday, December 23, 2024
Homeরাজনীতিগণঅধিকার পরিষদের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১০ জুলাই) রাতে ভোট গণনা শেষে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে নূর গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং রাশেদ খান ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।

পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে নুরুল হক নুর ছাড়াও ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক প্রার্থীরা ছিলেন মুহাম্মদ রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যগুলো জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

নুরুল হক নুর ১৩৫ ভোট, রাশেদ ১০৯ ভোট এবং হাসান আল মামুন পেয়েছেন ৪৩ ভোট।

উচ্চতর পরিষদে ৮টি পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী।

উচ্চতর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

RELATED ARTICLES

Most Popular