ঢাকা :বাংলাদেশ ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিতঃ
শিক্ষা, সাম্য ও অধিকার ভিত্তিক ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ’র বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ২১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়।
এসময়ে ছাত্র ছাত্রপক্ষ’র গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক দায়িত্ব বন্টন ও উপকমিটি গঠন করা হয়।ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্সের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরের সঞ্চলনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রপক্ষ’র কেন্দ্রীয় সহকারী আহ্বায়ক সাজ্জাদ হোসাইন মামুন,সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খান,নুসরাত রহমান নিশাত,ফজলে এলাহী মোহন,তানজিনা জুই,শাহাদাত হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় উপ-কমিটি সমূহ হলোঃ
আপ্যায়ন বিষয়ক উপ-কমিটি:
আহবায়কঃ হাসিবুর রহমান খান
সদস্য সচিবঃতানজিনা আক্তার জুঁই
মানবসম্পদ ও প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটি:
আহবায়কঃফজলে এলাহী মোহন
সদস্য সচিবঃশাহাদাত হোসাইন সরদার
নারী শিক্ষার্থী বিষয়ক উপ-কমিটি:
আহবায়কঃনুসরাত রহমান নিশাত
সদস্য সচিবঃ সারাফ আনজুম বিভা
কেন্দ্রীয় সহকারী আহ্বায়ক সাজ্জাদ হোসাইন মামুনের সমাপনী বক্তব্যের মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।