Friday, September 13, 2024
Homeজাতীয়জামিন পেলেন সাবেক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক

জামিন পেলেন সাবেক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক

যে আসামীকে একাধিক বার জামিন দেননি দেশের সর্বোচ্চ আদালত,সেই আসামীকে অনেকটা গোপনে জামিন দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।

অর্থপাচার ও ঘুষ গ্রহণ মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক জামিন পেয়েছেন।

পার্থ গোপাল বণিক,সাবেক এই ডিআইজি প্রিজনকে ৮০ লাখ টাকা সহ ঢাকার একটি বাসা থেকে ২০১৯ সালের ২৮ জুলাই আটক করে দুদক।

গত বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বিচারক।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক কারা পরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করে। অবৈধ উপায়ে অর্জিত বর্ণিত ৮০ লাখ টাকার হিসেব ও তথ্য গোপন করে বিদেশে পাচারের জন্য নিজ বাসস্থানে রেখেছিলেন। যা অর্থ পাচার আইনে শাস্তি যোগ্য অপরাধ।

RELATED ARTICLES

Most Popular