Friday, September 20, 2024
Homeরাজনীতিজাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। আজ ২৯ আগস্ট, দুপুর ১.৩০ টায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জুলাই- আগস্টে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কারে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতা-কর্মীদের চালানো সহিংসতা,গণহত্যাসহ গত ১৫ বছরের গুম, খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular