Friday, November 15, 2024
Homeজাতীয়সংসদে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন;রাজনৈতিক সরকারের আমলে রাজনীতিবীদদের ক্ষমতাহীন করা হচ্ছে কেন?

সংসদে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন;রাজনৈতিক সরকারের আমলে রাজনীতিবীদদের ক্ষমতাহীন করা হচ্ছে কেন?

রাজনৈতিক সরকারের আমলে রাজনীতিবীদদের ক্ষমতাহীন করা হচ্ছে কেন?প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছেন জাতীয় সংসদের সদস্যরা।


সোমবার(২৮জুন) বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর উপস্হিতিতে অপ্রত্যাশিতভাবে কঠিন সত্য উচ্ছারন করেছেন সংসদ সদস্যরা।

আওয়ামী লীগ,জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেছেন সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা সচিবদের অনেক উপরে।আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের আচরনে এমপিদের অমর্যাদায় ক্ষোভ জানান তারা।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাংসদ তোফায়েল আহমদ বলেন,রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের কর্তৃত্ব ম্লান হচ্ছে।

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন,সংসদীয় গণতন্ত্রের নিয়ম কেউ খেয়াল করে না।আজকে আমরা সংসদ সদস্যদের অবস্হান কোথায়,আমরা জানি না।তিনি বলেন,কষ্ট লাগে আমাদের পদাধিকার যদি পদে পদে লঙ্গিত হয়,এর চেয়ে দু:খের আর কিছু থাকতে পারে না।

জাতীয়পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রসিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,ক্ষমতার পালাবদলের কথা মনে রাখার দরকার।তিনি বলেন,প্রত্যেকটা জেলার দায়িত্ব দেয়া হয়েছে সচিবদের।প্রধানমন্ত্রী কথা বলেন ডিসিদের সাথে,আর এমপি সাহেবরা শুধু পাশাপাশি বসে থাকেন।

RELATED ARTICLES

Most Popular