বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌছেছে।
শুক্রবার (২ জুলাই) রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
চীনের কাছ থেকে কেনা টিকার প্রথম চালানও আজ ২ জুলাই ঢাকায় পৌছানোর কথা রয়েছে।উল্লেখ্য, চীনের সিনোফার্ম থেকে ও দেড় কোটি ডোজ করোনা টিকা কিনার চুক্তি করেছিল বাংলাদেশ।