Sunday, September 15, 2024
Homeমতামতমাদকব্যবসায়ী,আদমব্যবসায়ী,খুনি,ধর্ষকরাও এখন সদস্য নুর

মাদকব্যবসায়ী,আদমব্যবসায়ী,খুনি,ধর্ষকরাও এখন সদস্য নুর

  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মেয়র,এমপি,মন্ত্রী তথা বর্তমান রাজনীতিবিদদের বড় একটা অংশই অসৎ ও দুর্নীতিবাজ। তারা দেশ ও মানুষের জন্য রাজনীতি করে না,বরং ক্ষমতার মোহ থেকে অর্থ-বিত্তের মালিক ও সুযোগ-সুবিধা ভোগ করতেই রাজনীতি করে বলে নিজের ফেইসবুক পোস্টে এ মন্তব্য করেন ডাকসুর সাবেক ভিপি ছাত্র,যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুলহক নুর।

তিনি আরো বলেন,স্বাধীনতার ৫০ বছরেও এখন পর্যন্ত দেশে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে যুদ্ধবিধ্বস্ত দেশে কালোবাজারী ও চাটার দলের প্রতি বঙ্গবন্ধুর হুমকি সকলেই জানি। তখনকার কালোবাজারী ও চাটার দল এই ৫০ বছরে রাজনীতিটাকে একেবারে গিলে ফেলেছে। যে কারণে মাদকব্যবসায়ী থেকে আদমব্যবসায়ী,ধর্ষক থেকে খুনিও এখন দেশের আইন প্রণেতা মানে সংসদ সদস্য হয়ে যায়।

এ অবস্থা থেকে উত্তরণে সমাজের ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসারও আহ্বান জানান তরুণ এই রাজনীতিবিদ।

RELATED ARTICLES

Most Popular