Sunday, September 15, 2024
Homeঅপরাধঢাবিতে মাদকবিরোধী অভিযান, আটক ৪

ঢাবিতে মাদকবিরোধী অভিযান, আটক ৪

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের (পূর্ব নাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার) সামনে থেকে তাদের আটক করা হয়

আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেব কুমার (২২), একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন (২৪), ইয়াসিন আরাফাত (২৬) ও কহিনুর (২৫)।

আটকের পর তাদের শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবদূতকে বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেডিকেল সেন্টারের সামনে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের মাদকের বিরুদ্ধে যে ধারাবাহিক অভিযান, এরই অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
আমাদের অভিযান অব্যহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular