নবদূত রিপোর্ট:
দেশে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। একদিনেই মৃত্যু বরণ করেন ২০১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত এত মৃত্যু আর কখনো দেখতে হয়নি বাংলাদেশকে।
বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে। এছাড়া ৩৭ হাজার নমুন পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।