Thursday, September 19, 2024
Homeজাতীয়করোনায় দেশে সনাক্তের রেকর্ড: একদিনে সনাক্ত ১১ হাজার ৬৫১ জন

করোনায় দেশে সনাক্তের রেকর্ড: একদিনে সনাক্ত ১১ হাজার ৬৫১ জন

নবদূত রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন।যা দেশে এক দিনে সর্বোচ্চ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

এ দিন করোনায় মারা গেছেন ১৯৯ জন। যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

RELATED ARTICLES

Most Popular