Sunday, September 15, 2024
Homeখেলাবাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনা দূতাবাসের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনা দূতাবাসের শুভেচ্ছা বার্তা

স্পোর্টস ডেস্ক:

ফুটবলের দুই পরাশক্তির মহারন হতে যাচ্ছে আগামীকাল৷ কোপার আমেরিকার ফাইনালে আগামীকাল (১১ জুলাই) সকাল ৭টায় মাঠে নামছে দুই দল। বিশ্বব্যাপী এই খেলা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করলেও বাংলাদেশে এই উন্মাদনা একটু বেশিই। বিষয়টি নজরে এসেছে ভারতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসেরও।

বাংলাদেশের ফুটবল প্রেমিদের উন্মাদনার খবর ১৫ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর্জেন্টিনা-ব্রাজিলের খবরের শিরোনাম হয়েছে। আর এভাবে আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার জন্য দেশটির রাষ্ট্রদূত শুভেচ্ছা জানিয়েছি বাংলাদেশি সমর্থকদের।

ভারতের দিল্লিতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে৷

শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকবৃন্দকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনার অসংখ্য ভক্ত রয়েছে। মেসি-নেইমারের ফুটবল নৈপুণ্য দেখার জন্য তারা মুখিয়ে আছে। আর্জেন্টিনার দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা। অনুগ্রহ পূর্বক খেলা উপভোগ করবেন।

RELATED ARTICLES

Most Popular