Friday, September 13, 2024
Homeঅপরাধরামুতে এক ব্রাজিল সমর্থকের আত্মহত্যার চেষ্টা

রামুতে এক ব্রাজিল সমর্থকের আত্মহত্যার চেষ্টা

নবদূত রিপোর্ট:

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারায় কক্সবাজারের রামুতে ব্রাজিলের এক ভক্ত বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়।

তিনি উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল হোসেন (২০)। তিনি ব্রাজিলের কট্টর সমর্থক বলে জানায় স্থানীয়রা।

বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

RELATED ARTICLES

Most Popular