Saturday, September 21, 2024
Homeরাজনীতিএখন কোনো রাজনীতি নয়: ওবায়দুল কাদের

এখন কোনো রাজনীতি নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালীন এই সংকটে কোনো রাজনীতি নয় বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একমাত্র রাজনৈতিক কর্মসূচি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল (রোববার) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন কোনো রাজনীতি নয়,করোনার এই সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা করোনার এই সময়ে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

ওবায়দুল কাদের করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কি হবে? রাজনীতি দিয়ে কি হবে!

স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে কাদের বলেন, আমাদের অবহেলার জন্য সংক্রমণ বাড়ছে। নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাব ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। 

RELATED ARTICLES

Most Popular