Friday, September 13, 2024
Homeজাতীয়ঈদের আগে চালু হচ্ছে গণপরিবহন, খুলছে দোকানপাট

ঈদের আগে চালু হচ্ছে গণপরিবহন, খুলছে দোকানপাট

নবদূত রিপোর্ট:

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এছাড়া ওই দিন থেকেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমলে জানান, ঈদ সামনে রেখে গণপরিবহন এবং শপিংমল খোলা রাখার বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি। সন্ধ্যা নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এর আগে রোববার (১১ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। পশুর হাটে আসার জন্য সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এছাড়া ঈদকে সামনে রেখে খুলে দেওয়া হতে পারে বিপণিবিতানও। আবার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঈদে সবাইকে কর্মস্থলে রাখারও চিন্তা-ভাবনা করছে সরকার।

RELATED ARTICLES

Most Popular