নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে
নিয়োগ পেয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা। তিনি কবি হাবীবুল্লাহ সিরাজীর স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব সামলে আসা কবি হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ জুন মারা যান।
সোমবার ( ১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নুরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।
কবি নূরুল হুদা ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমের সাহিত্য পাতা আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।