আগামী ৩০ জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১ম কাউন্সিল।গনতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলের মাধ্যমে সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে।
শুক্রবার(১৬ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু হানিফ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন,নির্বাচনে যেকোন পদে প্রার্থী হতে হলে কমপক্ষে সংগঠনে দুই বছরের বেশি সময় ধরে সরাসরি সম্পৃক্ততার প্রমান দিতে হবে।প্রার্থীতার ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২৮ বছরেরে মধ্যে হতে হবে এবং প্রত্যেক প্রার্থীকে অবশ্যই শিক্ষা জীবন চলমান আছে এ সংক্রান্ত প্রমানপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
এসময় উপস্হিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রহমান এবং মনজুর মোরশেদ মামুন।
ঘোষিত তফসিল অনুযায়ী,১৬ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ,১৭ জুলাই ভোটার তালিকার ওপর আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
১৮ জুলাই থেকে ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ,২৪ জুলাই মনোনয়নপত্র জমা,২৬ জুলাই প্রার্থী বাছাই এবং প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৭ জুলাই পর্যন্ত।