Thursday, December 26, 2024
Homeজাতীয়রাজধানীতে ২০টি পশুর হাটে কেনাবেচা শুরু শনিবার থেকে

রাজধানীতে ২০টি পশুর হাটে কেনাবেচা শুরু শনিবার থেকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ৮টি অস্থায়ী এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সারুলিয়া স্থায়ী পশুর হাটের পাশাপাশি ১০টি অস্থায়ীসহ মোট ২০টি পশুর হাটে শনিবার থেকে পশু কেনাবেচা শুরু হবে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত চলবে কেনাবেচা।

তাছাড়া,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে করোনা সংক্রমণরোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাটগুলো হচ্ছেমিরপুর নম্বর ওয়ার্ডের নম্বর সেকশনে (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা; বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক; সেকশন এর খালি জায়গা; উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং প্রকল্পের খালি জায়গা; কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা; উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা; ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট; ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড যমুনা হাউজিং কোম্পানি সহ ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় এবং মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাটগুলো হচ্ছে-মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা; হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা; ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা; আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা;পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা; গোলাপবাগে দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা; লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা; উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা; দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।

RELATED ARTICLES

Most Popular