Thursday, December 26, 2024
HomeUncategorizedকরোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত ২০৪ জন

করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত ২০৪ জন

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯এ মোট ১৭,৬৬৯ জনের মৃত্যু হলো। এর আগের দিন বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৮,৪৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন।

গত একদিনে ২৯,২১৪ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,৮২০ জন আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.০৬ শতাংশ।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

RELATED ARTICLES

Most Popular