Saturday, November 9, 2024
Homeসারাদেশঢাকায় আবারও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব, রোগী শনাক্তের রেকর্ড

ঢাকায় আবারও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব, রোগী শনাক্তের রেকর্ড

মহামারি করোনা ভাইরাসের সাথে এবার এডিস মশাবাহী রোগ ডেঙ্গুও হানা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৮১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে ৮০ জনই হলেন ঢাকার। যা চলতি বছরে একদিনে ঢাকায় এটাই সর্বোচ্চ শনাক্ত।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে। শুধু জুলাই মাসের ১৭ দিনে ৭৬৭ জন ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৯ শতাংশ রোগীই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular