জেলা প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সব ধরনের সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকে। অতীতে যেমন ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও বিএনপি মানুষের কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১৭ জুলাই) দুপুরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে করোনা সুরক্ষা কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন সময়ে সারাদেশে বিএনপির জেলা কার্যালয়গুলোকে কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। দলের পক্ষ থেকে প্রতিটি জেলায় একটি করে হেল্প সেন্টার স্থাপন করা হবে। কেন্দ্র থেকে সেখানে জরুরি ওষুধ এবং খাদ্য সামগ্রী পাঠানো হবে।
জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এসব করোনা সামগ্রী নেতাকর্মীরা সুষম বন্টনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এসময় তিনি করোনা মহামারি মোকাবিলায় দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নাটোর জেলা বিএনপির কার্যালয়কে করোনা হেল্প সেন্টার হিসেবে ঘোষণা করেন। যেখান থেকে বিএনপির নেতাকর্মী বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ সামগ্রী বিতরণ করবেন।