Sunday, September 15, 2024
Homeজাতীয়আগস্ট মাস থেকে করোনার টিকা পাবে রোহিঙ্গারা

আগস্ট মাস থেকে করোনার টিকা পাবে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় আগস্ট মাস থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টিকাদান শুরু হতে পারে বলে জানিয়েছেনশরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার প্রধান শাহ রেজওয়ান হায়াত।

গতকাল (১৭ জুলাই) জার্মান বার্তা সংস্থা ডিপিএকে তিনি এমনটি জানান। তিনি বলেন, পর্যাপ্ত ডোজের প্রাপ্যতার ভিত্তিতে আগস্টের যেকোনো দিন থেকেই আমরা টিকাদান শুরু করতে পারি। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

প্রাথমিকভাবে ৫০ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ পরবর্তীতে আরো টিকা পাওয়া গেলে আওতা বাড়ানো হবে বলে জানান তিনি৷

বর্তমানে কক্সবাজারের ক্যাম্পগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করেন৷ গত বছরের মে মাসে সেখানে প্রথম করোনার সংক্রমণ ঘটে৷ রোহিঙ্গাদের মধ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ১৬১ জন, মারা গেছেন ২৪ জন৷

টিকার পরিকল্পনা নিয়ে বার্তা সংস্থা এএফপিকে রেজওয়ান হায়াত বলেন, ঘাটতি থাকায় প্রথম পর্যায়ে শুধু পঞ্চান্ন বয়সের উপরের ব্যক্তিদের টিকা দেওয়া হবে৷ পর্যাপ্ত টিকা পাওয়া গেলে ধাপে ধাপে রোহিঙ্গাদের সবাইকেই আওতায় আনা হবে৷

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গারা৷ সেই সঙ্গে কার্যক্রমের আওতা বাড়ানোরও দাবি জানান তারা৷

RELATED ARTICLES

Most Popular