Monday, March 3, 2025
Homeখেলাসিরিজ জয়ে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক:

জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এবার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।

আজ (রোববার) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করল। 

RELATED ARTICLES

Most Popular