Thursday, December 26, 2024
Homeজাতীয়প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, সাস্থ্যবিধি মানার আহ্বান

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, সাস্থ্যবিধি মানার আহ্বান

নবদূত রিপোর্ট:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।

মঙ্গলবার (২০ জুন) এক ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান।

ঈদ শুভেচ্ছায় শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, আসসালামুয়ালাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাই-বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও বলেন, করোনা মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে জিততেই হবে এবং জয় আসবেই।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারাক।

RELATED ARTICLES

Most Popular