Friday, September 20, 2024
Homeআন্তর্জাতিকনেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা

নবদূত রিপোর্ট:

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ফেডারেল ডেমোক্রাটিক রিপাবলিক নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

অভিনন্দন জানিয়ে বলেন, আপনার পঞ্চমবারের মতো উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।

ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে ৷

RELATED ARTICLES

Most Popular