Thursday, December 26, 2024
Homeজাতীয়খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোসাংবাদিক বিনুর মৃত্যু

খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোসাংবাদিক বিনুর মৃত্যু

নবদূত রিপোর্ট:

ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন।

সোমবার (২৬ জুলাই) সকালে ইবনে সিনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, লুৎফর রহমান বিনু আজ হঠাৎ হৃদপিন্ডের রক্তক্ষরণে ইবনে সিনা হাসপাতালে দুপুর ১২ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

লুৎফর রহমান বিনুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছন। তিনও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

হাসপাতাল থেকে এ সিনিয়র ফটো সাংবাদিকের মরদেহ খিলগাঁওয়ে তার নিজ বাসায় বাসায় নেয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular