Monday, December 23, 2024
Homeরাজনীতিজয়ের জন্মদিনে ঢাবিতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ছাত্রলীগের

জয়ের জন্মদিনে ঢাবিতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ছাত্রলীগের

ক্যাম্পাস ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার(২৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণকালে আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন আজ তার জন্মদিন। সেই উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের এই আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজিব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছে পাশাপাশি প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে যাবো এবং শিক্ষার্থীদের যেকোন ধরনের যৌক্তিক দাবিতে আমরা কাজ করে যাবো।

এ সময় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছিলেন যার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি মেধাবী একজন ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালে থেকে সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখেছেন।

আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণসহ দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

Most Popular