Tuesday, January 28, 2025
Homeজাতীয়সারাদেশে আরো ২৩৭ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সারাদেশে আরো ২৩৭ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩৭ জন। এর মাধ্যমে ২০ হাজার অতিক্রম করলো মোট মৃতের সংখ্যা। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬ হাজার ২৩০ জনের শরীরে, যা এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। শনাক্তের হার ৩০.১২ শতাংশ।

উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন।

RELATED ARTICLES

Most Popular