Friday, September 20, 2024
Homeজাতীয়হেলেনাকে গ্রেফতার দেখালো র‍্যাব

হেলেনাকে গ্রেফতার দেখালো র‍্যাব

নবদূত রিপোর্ট:

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাতে গুলশান থেকে তাকে আটকের পর আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে তাকে গ্রেফতারের করা হয়েছে।

শুক্রুবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

তিনি বলেন, তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় র‍্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular