Tuesday, February 25, 2025
Homeজাতীয়৬ দিনে ৬টি ‘সারপ্রাইজ অফার’ দিবে বিকাশ

৬ দিনে ৬টি ‘সারপ্রাইজ অফার’ দিবে বিকাশ

নবদূত রিপোর্ট:

দৈনন্দিন লেনদেন আরো সাশ্রয়ী করার লক্ষ্যে আজ ১ অগাস্ট থেকে ৬ দিনে ৬টি ‘সারপ্রাইজ অফার’ নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান- বিকাশ। করোনা মহামারীতে ঘরবন্দি সময়ের উল্লেখ করে শনিবার লেনদেনে সাশ্রয়ের এই অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

একজন গ্রাহক সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ জানায়, এই সারপ্রাইজ অফারে গ্রাহক ৬ দিনে ৬টি আলাদা সেবায় বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক পাবেন। শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে অফারগুলো নিতে হবে।

আজ (রোববার) প্রথম দিনের অফার হিসেবে বিকাশ ২৫ টাকা রিচার্জে ২০ টাকা রিচার্জ ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে একেকদিন একেক অফার ঘোষণা করবে প্রতিষ্ঠানটি।

বিকাশের অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং বিকাশ অ্যাপ এর হিরো ব্যানার ও ইনবক্স নোটিফিকেশন থেকে প্রতিদিনের অফার সম্পর্কে জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular