Friday, September 13, 2024
Homeজাতীয়লকডাউন; গণখাদ্য কর্মসূচির নবম দিন

লকডাউন; গণখাদ্য কর্মসূচির নবম দিন

বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত গণখাদ্য কর্মসূচিতে নবম দিনের মত বিতরণ করা হয়েছে রান্না করা খাবার।

বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের স্বমন্বয়ক নুরুলহক নুরের নির্দেশে এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের স্বমন্বিত ব্যবস্হাপনায় এই গণখাদ্য কর্মসুচি পরিচালনা করা হচ্ছে।

গণখাদ্য কর্মসুচি প্রসঙ্গে যুব অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মো:তারেক রহমান জানান-আমরা কেনা খাবার সরবরাহ না করে নিজেরা রান্না করে খাবার সরবরাহ করছি।খাবারের প্রত্যাশায় থাকা ক্ষুধার্ত মানুষগুলোকে নিয়মিত খাদ্য সরবরাহ করতে যথা সম্ভব খাবার বিতরণের স্পট বাড়ানো,বিভিন্ন সংগঠনকে উৎসাহী করা এবং গণখাদ্য কর্মসূচির আদলে প্রত্যেকটি এলাকায় প্রতিদিন খাদ্য কর্মসুচি হাতে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

জামাল উদ্দিন খান এবং ইন্জিনিয়ার আসমা-উল-হুসনার সহায়তায় গণখাদ্য কর্মসূচির নবম দিনে নিয়মিত ভাবে কর্মসূচি পরিচালনা করেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular