Friday, November 15, 2024
Homeজাতীয়১০ আগস্ট পর্যন্ত বাড়ল কঠোর বিধিনিষেধ

১০ আগস্ট পর্যন্ত বাড়ল কঠোর বিধিনিষেধ

নবদূত রিপোর্ট:

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, চলবে গণপরিবহন, খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১১ আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন নিতে হবে। ১১ আগস্টের পর টিকা ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও পুলিশকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

RELATED ARTICLES

Most Popular