Friday, December 27, 2024
Homeরাজনীতিখালেদা জিয়াকে পাকিস্তানের আম উপহার

খালেদা জিয়াকে পাকিস্তানের আম উপহার

নবদূত রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আম পৌঁছে দেয়। এর আগে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল।

এদিকে সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার।

RELATED ARTICLES

Most Popular