Friday, September 20, 2024
Homeরাজনীতিছাত্র অধিকার পরিষদ কাউন্সিল: সভাপতি পদে লড়বেন যারা

ছাত্র অধিকার পরিষদ কাউন্সিল: সভাপতি পদে লড়বেন যারা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে চূড়ান্ত প্রার্থীদের  নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে ৩ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

মঙ্গলবার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত তিন সভাপতি প্রার্থী হলেন-কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আখতার হোসেন।

আগামী ১০ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে।
ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের বিভিন্ন ইউনিটের ২৯৯ জন কাউন্সিলর।

RELATED ARTICLES

Most Popular