Thursday, December 26, 2024
Homeজাতীয়পরীমণির বাসায় ডেকোরেশনের জন্য খালি মদের বোতল ছিল- আইনজীবী

পরীমণির বাসায় ডেকোরেশনের জন্য খালি মদের বোতল ছিল- আইনজীবী

নবদূত রিপোর্ট:

পরীমণির বাসায় ডেকোরেশনের জন্য খালি মদের বোতল ছিল বলে দাবি করেন পরীমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি

আদালতে তিনি বলেন, পরীমণি স্বনামধন্য চিত্রনায়িকা, তাকে হয়রানি করার জন্য এই মামলা দেয়া হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার। তার বাসায় কোন মদ পাওয়া যায়নি। তার বাসায় থেকে যে সাড়ে ১৮ লিটার মদ উদ্ধার দেখানো হয়েছে সেটি তার বাসায় ছিল না। তার বাসায় কিছু খালি মদের বোতল ছিল সেগুলো ডেকোরেশন পিস হিসেবে রাখা ছিল। এগুলোকে জব্দ তালিকায় দেয়া হয়েছে। এছাড়াও তার কাছে কোন আইস এবং এলএসডি ছিল না। আমরা তার জামিন চাই।

আইনজীবী বলেন, এই মামলায় পরীমণিকে হয়রানির কারন পেছনের একটা দ্বন্দ্ব (নাসিরের বিরুদ্ধে মামলা)। তার মানসম্মান নষ্টের জন্যেই এই মামলা। এই রকম সনামধন্য একজন নায়িকার মানসম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য রিমান্ড না মঞ্জুর করা প্রয়োজন। তাকে জামিন দেয়া উচিৎ।

এরপরই আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

RELATED ARTICLES

Most Popular