Friday, September 13, 2024
Homeরাজনীতিকরোনায় কর্মহীন পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তার দাবি

করোনায় কর্মহীন পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তার দাবি

নবদূত রিপোর্ট:

করোনায় কর্মহীন পরিবারকে সরকারিভাবে প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রোববার (৮ আগস্ট) সকালে এক ভিডিও বার্তায় এ দাবি জানান। তিনি বলেন, করোনার আগে থেকেই অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে। একটি নির্বাচনী এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ লোক সরকারি হিসেবে দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। খাদ্য শস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার।

এছাড়া শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা। এই হিসেবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা আর প্রতিমাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা। মাসে মাত্র ১৬ টাকা সরকারি সহায়তায় কীভাবে একজন দরিদ্র মানুষের জীবন বাঁচে?

জিএম কাদের বলেন, যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

কর্মহীন পরিবারকে মাসে ১০ হাজার টাকা করে সহায়তা দিতে সরকারের মাত্র ২০ হাজার কোটি টাকা খরচ হবে বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular