Friday, September 20, 2024
Homeস্বাস্থ্যগণটিকা কার্যক্রমের ১ম দিনে অভয়নগরে ৪ হাজার ৮'শ জনের টিকা গ্রহণ

গণটিকা কার্যক্রমের ১ম দিনে অভয়নগরে ৪ হাজার ৮’শ জনের টিকা গ্রহণ

স্টাফ রিপোর্টার / (অভয়নগর) যশোর:

যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ৪,৮০০ জন গ্রহণ করলেন করোনা টিকা। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. মাহমুদুর রহমান রিজভী। এ ছাড়াও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ও সহযোগীরা।

এ ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এ গণটিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ও সদস্যবৃন্দের সরব উপস্থিতি লক্ষ করা যায়। উপজেলার আট (০৮) টি ইউনিয়নে কোভিট-১৯ টিকা দান কর্মসূচি বাস্তবায়নে
মোঃ এনামুল হক (আহবায়ক, রেড ক্রিসেন্ট অভয়নগর উপজেলা ইউনিট)সহ ইকবাল হাসান (দলনেতা), জহিরুল ইসলাম, বিলাল মাহিনী, মাহিদ, টিপু সুলতান, আশিক সজিব, সাইমা রহমান, সাইফুল, তাকরিম, তরিকুল এর নেতৃত্বে রেড ক্রিসেন্ট অভয়নগর উপজেলা ইউনিট এক যোগে কাজ করেন।

অভয়নগর উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য মতে,
মোট পুরুষ টিকা গ্রহনকারীর সংখ্যা ২৫২৪ জন এবং মোট নারী টিকা গ্রহনকারীর সংখ্যা ২২৭৬ জন। ১ নং প্রেমবাগ ইউনিয়নে
নারী-২৮৭ জন, পুরুষ-৩১৩ জন মোট ৬০০ জন, ২ নং সুন্দলী ইউনিয়নে পুরুষ-৩১৮, নারী-২৮২ মোট-৬০০ জন, ৩নং চলিশিয়া ইউনিয়নে পুরুষ-৩০৮ জন, নারী-২৯২ জন মোট -৬০০ জন, ৪নং পায়রা ইউনিয়নে পুরুষ-২৭৫ জন, নারী-৩২৫ জন মোট-৬০০ জন, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে পুরুষ-৩২১ জন, নারী-২৭৯ জন মোট-৬০০ জন, ৬নং বাঘুটিয়া ইউনিয়নে পুরুষ-৩০৩ জন,নারী -২৯৭ জন মোট-৬০০ জন,৭ নং শুভরাড়া ইউনিয়নে নারী-২১০ জন,পুরুষ-৩৯০ জন,
মোট-৬০০ জন এবং ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে পুরুষ-২৯৬ জন,মহিলা-৩০৪ জন
মোট-৬০০ জন।

এই ধারাবাহিকতা চলতে থাকলে অতিদ্রুত সারা দেশে গণটিকা কার্যক্রম সম্পন্ন করা সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিলাল মাহিনী / অভয়নগর যশোর।

RELATED ARTICLES

Most Popular