স্পোর্টস রিপোর্টার:
ম্যাথু ওয়েডের ২২ ও বেন ম্যাকডারমটের ১৭ রান বাদ দিলে অস্ট্রেলিয়ার বাকী ৯ ব্যাটসম্যানের স্কোর ছিল দুই অংকের নিচে। আর তাতেই টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।
সোমবার সিরিজের পঞ্চম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে এই লজ্জার রেকর্ড গড়ে অজিরা। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।
বাং8 দেওয়া ১২৩ রান তাড়ায় ১৩.৪ ওভারেই গুটিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো প্রতিপক্ষেরও এটি সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। ম্যান অব দা ম্যাচ এবং সিরিজ সেরা হোন এই সাকিবই।