Thursday, December 26, 2024
Homeখেলাটি-টুয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করলেন সাকিব

টি-টুয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট শিকারের রেকর্ড করলেন সাকিব আল হাসান। এর আগে এই রেকর্ড গড়েছিলেন শুধুমাত্র শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।

সোমবার (৯ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাশটন টার্নারকে ফিরিয়ে এ কীর্তি গড়েন সাকিব। এ ম্যাচে সাকিব নেন সর্বোচ্চ চার উইকেট।

টেস্ট ক্রিকেটে একশ উইকেট এবং এক হাজার রানের কীর্তি গড়েছেন ৭১ জন অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে এ সংখ্যা ৬৫। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার উইকেট এবং একশ উইকেট নেওয়ার একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।

RELATED ARTICLES

Most Popular