Thursday, September 19, 2024
Homeদূর পরবাসবাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইনের পক্ষ থেকে বিমানের টিকেট ও নগদ অর্থ...

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইনের পক্ষ থেকে বিমানের টিকেট ও নগদ অর্থ প্রদান

মোহাম্মদ আলী নামের বাহরাইনের এক প্রবাসী বাংলাদেশী মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ দিন অসুস্থ জিবনযাপন করছিল।

তিনি কুমিল্লা, লাকসাম উপজেলার মুদাপরগঞ্জ ইউনিয়নের সন্তান। তিনি বাহরাইনে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ জিবনযাপন করতেছিলো, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা বা দেশে যাওয়ার টিকেট কাটতে পারতেছিলো না। ঐ অসুস্থ ব্যক্তির এক নিকট আতিয়ার ফেইজবুক পোষ্টে মাধ্যমে বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখার নেতৃবৃন্দে নজরে আসলে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখা উদ্যোগ নিয়ে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ এম্বাসীর সাথে যোগাযোগ করে। বাংলাদেশ এম্বাসী বাহরাইন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখার যৌথ আর্থিক সহযোগীতায় আমরা একটি টিকেট ও করোনা পরিক্ষার জন্য নগদ অর্থ প্রদান করি। ঐ মানসিকভাবে অসুস্থ প্রবাসী আগামী ১৫/০৮/২০২১ইং ফ্লাইট হবে। আর এই কাজে যারা সার্বিকভাবে কাজগুলো সম্পূর্ণ করতে কাজ করেছে, উনাদের মধ্যে অন্যতম জনাব মোঃ মোশারফ, মোঃ আজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাহরাইন শাখা, মোঃ ফয়েজ প্রচার সম্পাদক – বাহরাইন শাখা, এবং আর্থিক ভাবে সহযোগীতা করেছেন বাহরাইন শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ এম্বাসি। টিকেট ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন, মোহাঃ আনোয়ার হোসেন সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমেটি প্রবাসী কল্যাণ ও কর্মস্থান বিষয়ক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। মোঃ হাফিজ আহমেদ, অর্থ সম্পাদক, বাহরাইন শাখা। মোঃ ফয়েজ, প্রচার সম্পাদক, বাহরাইন শাখা। মোঃ ইমন শেখ, জলবায়ু বিষয়ক সম্পাদক, বাহরাইন শাখা, ও ঐঅসুস্থ প্রবাসী এবং রুমমেট। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ এম্বাসিকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রবাসীদের পাশে থাকার জন্য। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখা। এসো এক হই, অধিকারে কথা কই।

RELATED ARTICLES

Most Popular