Friday, September 13, 2024
Homeজাতীয়পরীমনির মুক্তি চান ঢাবি অধ্যাপক আ ক ম জামাল

পরীমনির মুক্তি চান ঢাবি অধ্যাপক আ ক ম জামাল

নবদূত রিপোর্ট:

আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন।

মঙ্গলবার (১০ আগস্ট) এই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্টাটাস দেন।

ফেসবুকে এই অধ্যাপক লিখেছেন, ‘চিত্রনায়িকা পরীমণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীর অবিলম্বে মুক্তি দিন। স্ট্যান্ড ফর পরীমণি।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক গণমাধ্যমকে বলেন, যাদের ধরা হয়েছে তারা নামিদামি তারকা।
তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ আদালতে মামলা করবে। তারা কোর্টে যাবে, কথা বলবে। কিন্তু, তাদেরকে এভাবে রাত দিন এক করে ধরা, এটা কোন সভ্যতার মধ্যে পড়ে?

অধ্যাপক জামালের স্ট্যাটাস

তিনি বলেন, দেশে হাজার হাজার তিন কোটি টাকা দামের গাড়ি আছে। তারা কিভাবে কিনছেন? তাদের আয়ের উৎস কী? তাদের ধরছেন না কেন?

প্রসঙ্গত, আলোচিত অভিনেত্রী পরীমণি গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে র্যা বের হাতে গ্রেপ্তার হন।পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়।
এরপর প্রথমে চারদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। এই রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে আছেন তিনি

RELATED ARTICLES

Most Popular