Monday, November 11, 2024
Homeজাতীয়পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

নবদূত রিপোর্ট:

পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারো ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি কাকলি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত ৯ আগস্ট ১০ নম্বর পিলার এবং ১০ আগস্ট ৭ নম্বর পিলারে আঘাত হানে ফেরি। উভয় ফেরিতে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular