Thursday, September 19, 2024
Homeরাজনীতিবিএনপি যাকে দেশনেত্রী বলে তার জন্মদিন ৬টি : কাদের

বিএনপি যাকে দেশনেত্রী বলে তার জন্মদিন ৬টি : কাদের

নবদূত রিপোর্ট:

বিএনপি যাকে দেশনেত্রী বলে (বেগম খালেদা জিয়া) তার জন্মদিন ছয়টি। এর চেয়ে বড় তামাশা আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামি লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের কর্মসূচিতো রয়েই গেল। এর শেষ কোথায়?

তিনি বলেন, আওয়ামী লীগ উদার গণতন্ত্র এবং রাজনীতিতে বিশ্বাসী বলে এত রক্তপাতের পরেও এদেশে আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট। রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় কালিমালিপ্ত অধ্যায় ৭৫-এর ১৫ আগস্ট।

RELATED ARTICLES

Most Popular