নবদূত রিপোর্ট:
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা কাউকে মাস্ক ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
মোহা. শফিকুল ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে সেলফি তুলে সময় নষ্ট না করে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করাতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্টের বোমা হামলা ও ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালানো হয়। তাই এ মাস এলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে, যাতে ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার এ ঘটনা না ঘটাতে পারে।