Friday, September 20, 2024
Homeআন্তর্জাতিকশেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ সমবেদনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শোক বার্তায় ইমরান খান লিখেছেন, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে আপনার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বশক্তিমান আল্লাহ তাঁর (বঙ্গবন্ধু) ও আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জান্নাতবাসী করুন। আমিন!’

RELATED ARTICLES

Most Popular