Thursday, December 26, 2024
Homeখেলাশোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ সাকিবের

শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ সাকিবের

স্পোর্টস ডেস্ক:

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতি বছর দিনটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস। এমন দিনে তাকে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তিনি।

ফেসবুকে সাকিব লিখেছেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দিয়েছিলেন বঙ্গবন্ধু। তার ডাকে সাড়া দিয়েই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে ছাপিয়ে পড়ে হাজারো মানুষ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্যের হাতে সপরিবার নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু।

RELATED ARTICLES

Most Popular